অর্ধ-বার্ষিক সেমিনার/কলোকিয়াম-২০১৫


বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক আয়োজিত অর্ধ-বার্ষিক সেমিনার ২০১৫ সমিতির নিজস্ব কার্যালয়ের সভাকক্ষে ১২ ডিসেম্বর, ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি ড. সা’দত হুসাইন। অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায় ছিলেন জনাব এম খায়রুল কবীর, মহাসচিব, বিএসটিডি। উক্ত সেমিনারে “Quality Education and Training: Importance of Accreditation and Certification”শীর্ষক একটি নিবন্ধ উপস্থাপন করেন বিএসটিডি’র নির্বাহী সদস্য বেগম নিলুফার আহমেদ করিম। স্বাগত ভাষণের পর অদ্যকার সেমিনারের সভাপতি বলেন, আজ আমরা সত্যিকার অর্থে একটি নতুন বিষয়ের উপর অর্ধ-বার্ষিক সেমিনার করতে যাচ্ছি। তাছাড়া এই সেমিনারে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি যা, সেমিনারকে আরো গতিশীল করবে বলে আমার বিশ্বাস। গতানুগতিক প্রশিক্ষণের সাথে সাথে নতুন কিছু করাও আমাদের প্রয়োজন। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিবন্ধ উপস্থাপনের জন্য বেগম নিলুফার আহমেদ করিম আমন্ত্রণ জানান। বেগম নিলুফার আহমেদ করিম নিবন্ধ উপস্থাপনের শুরুতে সকলকে ধন্যবাদ জানিয়ে নিবন্ধটির উপর বিশদভাবে আলোচনা করেন। প্রশ্নোত্তর শেষে সেমিনারের সভাপতি ড. সা’দত হুসাইন নিলুফার আহমেদ করিমকে এই ধরনের একটি নিবন্ধ তৈরী করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।