২০৩ম জাতীয় প্রশিক্ষণ দিবস-২০১৬ উপলক্ষে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি’র (বিএসটিডি) উদ্যোগে  বিএসটিডি’র নিজস্ব কার্যালয়ে ২৩ জানুয়ারি এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি ড. সা’দত হুসাইন। সভার শুরুতে সভাপতি উপস্থিত সকল সদস্য ও সুধীজনকে সভায় স্বাগত জানান। তিনি জানান ২৩ জানুয়ারী ১৯৮০ সালে বিএসটিডি দেশের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও প্রশিক্ষকদের একটি প্রফেশনাল সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করে। তিি বলেন যে, ১৯৯৭ সাল থেকে ২৩ জানুয়ারী জাতীয় প্রশিক্ষণ দিবস হিসেবে পালন করা হচ্ছে। জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে বিএসটিডি’র পক্ষ থেকে দৈনিক সমকাল এবং দ্যা ফাইন্যান্সসিয়াল এক্রপ্রেস পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।এছাড়া এটিএন বাংলায় দিবসের গুরুত্ব তুলে ধওে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্যের পর মুক্ত আলোচনায় অংশগ্রহণের আহবান জানান। দু’টি বিষয়ে মুক্ত আলোচনার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান। আলোচনার বিষয় (ক) প্রশিক্ষণ সেক্টরের উন্নয়ন কিভাবে করা যায় সে সম্পর্কিত পরামর্শ এবং (খ) প্রশিক্ষকদের পেশাগত মান উন্নয়ন ও কল্যাণ কিভাবে করা যায় সে সম্পর্কিত পরামর্শ। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মোশারফ হোসেন, জনাব এম খায়রুল কবীর, জনাব আব্দুল কুদ্দস, বেগম নিলুফার বেগম, আলহাজ্ব বিলকিস বেগম, জনাব কোরবান আলী, জনাব আবতাফ উদ্দিন খান, সালেহা বেগম, ড. মোঃ নুরুজ্জামান শেখ, এ্যাডভোকেট আলাউদ্দিন এবং তপন কুমান নাথ প্রমুখ।
 
সভাপতির বক্তব্য ড. সা’দত হুসাইন সমিতির উন্নয়নে সদস্যগণকে সক্রিয় ভূমিকা রাখা  এবং কমপক্ষে ১০ জন সদস্যকে সমিতি’র কর্মকান্ডে কাজ করার আহবান জানান।
 
পরিশেষে, সভাপতি মহোদয় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে সকলকে নৈজভোজের  আমন্ত্রণ জানান।