বার্ষিক সেমিনার-২০১৬ অনুষ্ঠিত

 


বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতির উদ্যোগে গত ০৬ আগস্ট ২০১৬, শনিবার সন্ধ্যা ৬:৩০ মি. বিএসটিডি কার্যালয়ে সমিতির বার্ষিক সেমিনার-২০১৬ অনুষ্ঠিত হয়। সেমিনারে Social Protection for Inclusive Growth: A Training and Development Perspective  শীর্ষক  একটি  নিবন্ধ  উপস্থাপন  করেন  বিএসটিডি’র  সহ-সভাপতি  এবং  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের সচিব ড. এম আসলাম আলম এবং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন। সেমিনারের নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন যথাক্রমে বিএসটিডি’র সহ-সভাপতি জনাব মুহাম্মদ আব্দুল কুদ্দুস, সহ- সভাপতি (প্রশাসন) জনাব মোশারফ হোসেন ,সহ-সভাপত বেগম নীলুফার বেগম ,যুগ্ন-মহাসচিব আলহাজ্ব বিলকিস বেগম এবং নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব নিলুফার করিম আহমেদ এবং বিএসটিডি’র সদস্য ড. সৈয়দ নকীব মুসলিম। এছাড়া আলোচনায়  অংশ নেন বিআইএম এর পরিচালক ড.সাহাদাৎ হোসেন মাহমুদ বিএসটিডি’র সদস্য জনাব মাইনুদ্দিন,বেগম নুরুনাহার কবির , জনাব তপন কুমার নাথ, ড. দৌলতুন্নাহার,প্রমুখ। নৈশ্য ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।