বাংলাদেশ প্রশিকক্ষণ ও উন্নয়ন সমিতি’র (বিএসটিডি) কর্র্তক প্রকাশিত ‘প্রশিক্ষণ’ জার্নালের (ভলিউম ২৪ নং ২) প্রকাশণা উৎসব ১৬/০৩/২০১৭ তারিখে বিএসটিডি’র কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জনাব মুহঃ আবদুল কুদ্দুস। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিএসটিডি’র মহাসচিব এবং জার্নাল সম্পাদক এম খায়রুল কবীর। তিনি ‘প্রশিক্ষণ’ জার্নালের প্রকাশণার ইতিবৃত্ত তুলে ধরে বলেন, এটিই বাংলাদেশের একমাত্র জার্নাল যা প্রায় বিশ বছর যাবৎ নিদিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়ে আসছে। প্রশিক্ষণ সেক্টরের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞগণ নিয়মিতভাবে এই জার্ণালে নিবন্ধ প্রকাশ করে আসছেন। জার্নালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত।
অনুষ্ঠানে আলোচ্য জার্নালে প্রকাশিত নিবন্ধসমূহের সারসংক্ষেপ নিবন্ধকারগণ উপস্থাপন করেন। উপস্থিত সুধীবৃন্দ এসব নিবন্ধের ওপর তাদের মতামত প্রদান করেন। অনুষ্ঠানে জার্নালের মোড়ক উন্মোচন করেন সমিতি’র সহ-সভাপতি জনাব মুহাঃ আবদুল কুদ্দুস এবং উপস্থিত সদস্য বৃন্দ।