জাতীয় প্রশিক্ষণ দিবস ২০১৮ উদযাপন 

দেশের প্রশিক্ষক সমাজ মানবসম্পদ উন্নয়ন ও এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকারের রূপকল্প ২০২১ ও  ২০৪১ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখবে- এ প্রত্যয় ঘোষণার মাধ্যমে ২৩ জানুয়ারি ২০১৮ তারিখ সন্ধ্যে ৬:০০টায় ২২তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালিত হবে। প্রশিক্ষকদের প্রফেশনাল সংগঠন বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এদিনটি উদযাপন উপলক্ষে রাজধানীর ফার্মগেটস্থ নিজস¦ কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রশিক্ষণ সেক্টরের নানা সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও প্রশিক্ষকসহ প্রশিক্ষণ সংশ্লি¬ষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। তাছাড়া, দিবসটিকে ঘিরে বিএসটিডি প্রতিবছরের মতো এবছরও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা নিয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রমিক্ষণ ও উন্নয়ন সমিতি এর সভাপতি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন বিএসটিডি’র মহাসচিব এম খায়রুল কবীর।