বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ণ সমিতি (বিএসটিডি) কর্তৃক প্রকাশিত ষান্মাসিক জার্নাল“প্রশিক্ষণ ভলিউম ২৫ নং ২(জুলাই-ডিসেম্বর ২০১৭) এর প্রকাশনা উৎসব ০৭ এপ্রিল, ২০১৮ বিএসটিডি’র গবেষণা ও পরীক্ষণ কেন্দ্র(ব্রেক্ট), বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। জার্নালটির মোড়ক উন্মোচন করেন ড. সা’দত হুসাইন, সভাপতি বিএসটিডি এবং সাবেক কেবিনেট সেক্রেটারি, বাংলাদেশ সরকার। সভাপতি তার বক্তব্যে তিনি বলেন এ জার্নালটি বিএসটিডি নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বছরে দু’বার প্রকাশ করে। এটি একটি রিভিউড (পর্যালোচিত) জার্নাল। পর্যালোচকদের অভিমতের ভিত্তিতে নিবন্ধসমূহ যাচাই করা হয়। বর্তমান জার্নালটি ৪৯তম এবং এ জার্নালে উন্নয়ন প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। জেন্ডার, শিক্ষা, প্রকল্প ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নয়ন ইত্যাদি-কর্মসূচীর ওপর নিবন্ধ রয়েছে। সক্রিয় গবেষকদের নিবন্ধসমূহ এতে স্থান পেয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রেক্ট এর রিসার্চ কনসাল্টেন্ট বেগম তাহামিন বানু। অনুষ্ঠানে নিবন্ধের রচয়িতাগণ তাদের নিবন্ধের সার সংক্ষেপ উপস্থাপন করেন। এ অনুষ্ঠানে বিএসটিডি’র সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।