বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এর ব্যবস্থাপনায় ০৬-১০ মে ২০১৮ সময়কালে “১০তম প্রিপারেশন অব রির্পোটস অ্যান্ড রাইটস-আপস” কোসর্টি বিএসটিডি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে বিভিন্ন সরকারি বেসারকারী প্রতিষ্ঠান থেকে মোট ২৪ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণলব্দ জ্ঞান তাঁদের কর্মক্ষেত্রে ও পেশাগত উন্নয়নে সহায়ক হবে। ১০ মে ২০১৮ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় ফ্ল্যামবী রেস্টুরেন্ট, বাড়ি নং ৬, রোড নং ৫০, গুলশান-২, ঢাকায় কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোর্স প্রতিবেদন উপস্থাপন করেন বিএসটিডির নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক আলহাজ্ব মুহাম্মদ জিল্লুর রহমান। কোর্সের প্রি ও পোস্ট টেস্ট এবং কোর্স মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন কোর্স উপদেষ্টা ও ব্রেকট্ কনসালটেন্ট বেগম তাহামিন বানু। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন), মিসেস করিমুন্নিসা, তিতাস গ্যাস ট্রান্সমিসন ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক, জনাব কাজী মশিউর রহমান এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর উপ-ব্যবস্থাপক জনাব অসীম চন্দ্র রায়।  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের মধ্যে সনদ বিতরণ করেন প্রফেসর ড. আব্দুল কাদির ভূইঞা, সাবেক উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও পিএসসি’র সাবেক চেয়ারম্যান এবং বিএসটিডি’র সভাপতি ড. সা’দত হুসাইন।