বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) জাতীয় পর্যায়ের প্রশিক্ষকদের প্রফেশনাল সংগঠন। সমিতির মূখ্য উদ্দেশ্য হচ্ছে প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত কার্যাবলীর মাধ্যমে প্রশিক্ষণ সেক্টরের উৎকর্ষ ও প্রশিক্ষকদের কল্যাণ সাধন। ইন্টার্নশীপ কর্ম দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্সটি একটি বাস্তব (hands-on) প্রশিক্ষণ কর্মসূচী। ইর্ন্টানশীপ র্কাযক্রমরে গুরুত্ত্ব অনুধাবন করে বাংলাদশে ব্যাংক এর আর্থিক সমর্থনে বি এস টি ডি “Developing a Structured Internship Program in Bangladesh'' বিষয়ে একটি প্রায়োগকি গবষেণা প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শে ষ করেছে। প্রায়োগিক গবেষণার দ্বিতীয় পর্যায়ে ইন্টার্নশীপ কোর্স কো-অর্ডিনেটরদের জন্য “ইন্টার্নশীপ কোর্স ব্যবস্থাপনা” বিষয়ক ০৩ (তিন) দিনের একটি কোর্স ২৪-২৬ ফেব্রয়ারি ২০২০ সময়কালে বিএসটিডি’র ফার্মগেটস্থ নিজস্ব ভবনে অনুষ্ঠিত হয়। এ কোর্সে ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ২৬/০২/২০২০ তারিখে ফ্ল্যাম্বি রেষ্টুরেন্ট, গুলশানে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন তত্ত¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএসটিডি’র সভাপতি ড. সা’দত হুসাইন।