জাতীয় প্রশিক্ষণ দিবস ২০১৭ পালিত


দেশের প্রশিক্ষক সমাজের মান উন্নয়ন এবং এর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সরকারের ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখবে- এ প্রত্যয় ঘোষণার মাধ্যমে ২৩ জানুয়ারি ২০১৭ তারিখে ২১তম জাতীয় প্রশিক্ষণ দিবস পালিত হলো।
প্রশিক্ষকদের প্রফেশনাল সংগঠন বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এদিনটি উদযাপন উপলক্ষে রাজধানীর ফার্মগেটস্থ নিজস¦ কার্যালয়ে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে প্রশিক্ষণ সেক্টরের নানা সমস্যা ও সম্ভাবনার দিক নিয়ে এক মুক্ত আলোচনার আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন বিশ্বায়ন, জলবায়ুর পরিবর্তন, মুক্তবাজার অর্থনীতি, তথ্যের অবাধ প্রবাহ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজন দক্ষ মানব সম্পদ। সেক্ষেত্রে প্রশিক্ষকদের মনোবল, দক্ষতা তথা সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে জনপ্রশাসন প্রশিক্ষণ নীতি যথাযথভাবে পালন করতে হবে।

এ অনুষ্ঠানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান ও প্রশিক্ষকসহ প্রশিক্ষণ সংশ্লি¬ষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া, দিবসটিকে ঘিরে বিএসটিডি প্রতিবছরের মতো এবছরও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করেছে।
জাতীয় প্রশিক্ষণ দিবসের অনুষ্ঠানে বিএসটিডি’র প্রশিক্ষণ পুরস্কার-২০১৬ প্রদান করা হয়। বিএসটিডি কর্তৃক এবছরেই প্রশিক্ষণ পুরস্কার চালু করা হলো। এ বছর এ পুরস্কারটি প্রদান করা হয়েছে র‌্যাপোর্ট বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম ড. এম মোশাররফ হোসেনকে। তিনি গত বছরের ৭ জুন ৭১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সা’দত হুসাইন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিএসটিডি’র মহাসচিব এম খায়রুল কবীর।