“প্রশিক্ষণ”জার্নাল (ভলিউম ২৯ নং ২) এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

জার্নাল এর মোড়ক উন্মোচন করছেন বিএসটিডি’র সভাপতি জনাব এম জানিবুল হক

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক প্রকাশিত ষান্মাসিক  প্রশিক্ষণ জার্নাল ভলিউম ২৯ নং ২ (জুলাই- ডিসেম্বর ২০২১) এর প্রকাশনা উৎসব গত ২৪ জুন ২০২২ তারিখে বিএসটিডি’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিএসটিডি’র নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ জিল্লুর রহমান। বিএসটিডি’র সভাপতি  জনাব এম জানিবুল হক এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ জার্নালটির মোড়ক উন্মোচন করেন। উদ্ধোধনী বক্তব্যে সভাপতি মহোদয় বলেন জার্নালটি বিএসটিডি নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে বছরে দু’বার প্রকাশ করে। এটি একটি রিভিউড (পর্যালোচিত) জার্নাল। পর্যালোচকদের অভিমতের ভিত্তিতে প্রবন্ধসমূহ যাচাই করা হয়। বর্তমান জার্নালটি ৫৬তম এবং এ জার্নালে প্রশিক্ষণ, জলবায়ু পরিবর্তন কোভিড পরিস্থিতির কারণে সমাজে বিরাজমান আর্থিক অবস্থা ও উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। এ সংখ্যার সম্পাদক ছিলেন বিএসটিডি’র নির্বাহী কমিটির সদস্য বেগম সালেহা বেগম। জাতীয় পর্যায়ে সক্রিয় গবেষকদের নিবন্ধসমূহ এতে স্থান পেয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসটিডি’র ভারপ্রাপ্ত মহাসচিব ড. আবুল হোসেন। অনুষ্ঠানে নিবন্ধের রচয়িতাগণ তাঁদের নিবন্ধের সার সংক্ষেপ উপস্থাপন করেন। এ অনুষ্ঠানে বিএসটিডি’র সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিতি অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন হয়।