বিএসটিডিস রিসার্চ আ্যান্ড এক্রপেরিমেন্টেশন সেন্টার অন ট্রেনিং (ব্রেকট্)’ এর উদ্যোগে ‘A Strategy for Organizing Effective Training Courses in Bangladesh’ শীর্ষক গবেষণার ফলাফল  উপস্থাপন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত।



বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) বিগত পাঁচ বছরব্যাপী প্রশিক্ষণ কোর্সের কার্যকারিতা বিষয়ক একটি প্রায়োগিক গবেষণা (অপঃরড়হ জবংবধৎপয) পরিচালনা করেছে। গবেষণা লব্ধ ফলাফল প্রকাশের জন্য ০২ জানুয়ারি ২০১৬ বিএসটিডি এর ফার্মগেটস্থ সেমিনার কক্ষে একটি প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সভাপতি সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সাবেক চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন; ড. সা’দত হুসাইন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. আনোয়ারউল্লহ চৌধুরী।

গবেষণাটি পরিচালনা করেন বেগম তাহামিন বানু পরিচালক, বিএসটিডি’র গবেষণা ও পরিক্ষণ কেন্দ্র এবং জনাব হাসান সরওয়ার প্রাক্তন পরিচালক বার্ড, কুমিল্লা। বিএসটিডি’র পাঁচ জন প্রাজ্ঞ সদস্য গবেষণা উপদেষ্টা কমিটিতে অর্ন্তভূক্ত ছিলেন। তাঁদের পরামর্শের ভিত্তিতে প্রায়োগিক গবেষণাটি পূর্ণাঙ্গ আঙ্গিকে রূপ লাভ করে। কমিটির সদস্যরা হলেন সর্বজনাব ড. সা’দত হুসাইন, মোশারফ হোসেন, সাবেক এম ডি এস বি পিএ টিসি, আবদুল কুদ্দুস, উপদেষ্টা বিশ্ব খাদ্য কর্মসূচী, এম খায়রুল কবীর, প্রাক্তন মহাপরিচালক বার্ড এবং নিলুফার আহমেদ করিম, ম্যানেজম্যান্ট এন্ড ট্রেনিং স্পেশালিষ্ট।

সেমিনার গবেষক বেগম তাহামিন বানু বলেন যে, প্রশিক্ষণ কার্যকারিতা বিষয়ক গবেষণার ফলাফলে দেখা যায় গবেষণা চাহিদা নিরূপনের ক্ষেত্রে জরীপ পদ্ধতি একমাত্র উপায় নয়। বিষয় ভিত্তিক অভিজ্ঞ বিশেষজ্ঞ দল সন্তোষজনক ভাবে কোর্স ডিজাইন প্রস্ততে সক্ষম। তবে যে কোন প্রশিক্ষণ কোর্সের কার্যকারিতা নির্ভর করে নমিনিটিং সংস্থার যথাযথ কর্মকর্তাকে মনোনয়ন প্রদান এবং প্রশিক্ষণ লব্ধ জ্ঞান ব্যবহারের ওপর। অনুষ্ঠানের সভাপতি ড. সা’দত হুসাইন তার বক্তব্যে বলেন যে গবেষণার ফলাফলে “প্রশিক্ষণ” বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে যা প্রশিক্ষণ নীতিমালা প্রণয়নে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখেবে।