বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক প্রকাশিত জুলাই-ডিসেম্বর ২০১৬ (ভলিউম ২৩, নং ২) সংখ্যা  ‘প্রশিক্ষণ’ জার্নালের প্রকাশনা উৎসব ০৯ এপ্রিল ২০১৬ তারিখ শনিবার বিএসটিডি’র কার্যালয়ে সমিতির সভাপতি ড. সা’দত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।  অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন বিএসটিডি’র মহাসচিব জনাব এম খায়রুল কবীর। তিনি ‘প্রশিক্ষণ’ জার্নাল প্রকাশনার ইতিবৃত্ত তুলে ধরে বলেন যে, এটিই বাংলাদেশের একমাত্র জার্নাল যা প্রায় বিশ বছর যাবৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকাশিত হয়ে আসছে। প্রশিক্ষণ সেক্টরের সাথে সম্পৃক্ত বিশেষজ্ঞগণ নিয়মিতভাবে এই জার্নালে নিবন্ধ প্রকাশ করে আসছেন। জার্নালটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সমাদৃত। এটি একটি “রিভিউড জার্নাল”; এর প্রতিটি নিবন্ধ বিশেষজ্ঞ কর্তৃক পর্যালোচনার মাধ্যমে প্রকাশের জন্য নির্বাচিত হয়ে থাকে। প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি (প্রশাসন) ও প্রকাশিত জার্নালের সম্পাদক জনাব মোশারফ হোসেন। অনুষ্ঠানে আলোচ্য জার্নালে প্রকাশিত নিবন্ধসমূহের সারসংক্ষেপ নিবন্ধকারগণ উপস্থাপন করেন। উপস্থিত সুধীবৃন্দ এসব নিবন্ধের উপর তাঁদের সুচিন্তিত মতামত প্রদান করেন। অনুষ্ঠানে জার্নালের মোড়ক উন্মোচন করেন সমিতির সভাপতি ও সাবেক কেবিনেট সচিব ড. সা’দত হুসাইন, সহ-সভাপতি (প্রশাসন) জনাব মোশারফ হোসেন এবং মহাসচিব জনাব এম খায়রুল কবীর । সভাপতি তাঁর বক্তব্যে বলেন, ‘প্রশিক্ষণ’ জার্নালটি প্রশিক্ষণ ও উন্নয়ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। পেশাগত দায়িত্বের প্রতি লক্ষ্য রেখে সমিতি এ জার্নাল প্রকাশ করে থাকে। প্রশিক্ষণের উপর যদি কোন গবেষক গবেষণার করতে চান তাহলে ‘প্রশিক্ষণ’ জার্নালটি অবশ্যই তাঁর গবেষণা কাজে সহায়ক হবে। তিনি জার্নালটির প্রচার ও প্রসারে সকলের সহযোগিতা কামনা করেন।