স্মারক নং-বিএসটিডি/১৩৭/বার্ষিক সেমিনার/২০১৬/২৬৫            তারিখঃ ১৭/০৭/২০১৬

বার্ষিক সেমিনার-২০১৬

সুধী,

আগামী ০৬ আগস্ট ২০১৬, শনিবার সন্ধ্যা ৬:৩০ মি. বিএসটিডি কার্যালয়ে সমিতির বার্ষিক সেমিনার-২০১৬ অনুষ্ঠিত হবে। সেমিনারে “Social Protection for Inclusive Growth: A Training and Development Perspective”  শীর্ষক  একটি  নিবন্ধ  উপস্থাপন  করবেন  বিএসটিডি’র  সহ-সভাপতি  এবং  গণপ্রজাতন্ত্রী  বাংলাদেশ সরকারের সচিব ড. এম আসলাম আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসটিডি’র সভাপতি এবং সাবেক কেবিনেট সচিব ড. সা’দত হুসাইন।

উক্ত অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

বিনীত,  

 
(এম খায়রুল কবীর)
মহাসচিব
বিএসটিডি

অনুষ্ঠানসূচি

*    পবিত্র কুরআন থেকে তিলাওয়াত    ঃ ৬:৩০
*   পরিচিতি পর্ব              ঃ ৬:৩৫ - ৭:০০
*    সেমিনার পেপার উপস্থাপন         ঃ ৭:০০ - ৭:৩০
*    আলোচনা                           ঃ ৭:৩০ - ৮:৩০
*    প্রধান অতিথির ভাষণ        ঃ ৮:৩০ - ৮:৪৫ 
*    সভাপতির ভাষণ            ঃ ৮:৪৫ - ৯:০০
*    নৈশভোজ                  ঃ ৯:০৫ - ৯:৪৫



বিশেষ দ্রষ্টব্য: যে সকল সম্মানীত সদস্য এখনও বার্ষিক চাঁদা পরিশোধ করেন নাই, তাঁদেরকে রেজিষ্ট্রেশনের সময় চাঁদা জমা দিতে অথবা চাঁদা পরিশোধের জন্য অনুরোধ করা হলো। উল্লে¬খ্য, গঠনতন্ত্রের ৭ এর “খ” ধারা অনুযায়ী পরপর তিনবছর সদস্য চাঁদা বকেয়া থাকলে সদস্যপদ বাতিল বলে গণ্য হয়।