জার্নাল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক প্রকাশিত ইংরেজি প্রশিক্ষণ জার্নাল ভলিউম-২৪, নং-১ (জানুয়ারি- জুন ২০১৬) এর প্রকাশনা উৎসব গত ০৯ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার, সন্ধ্যা ৬:০০ টায় বিএসটিডি’র সভাপতি ড. সা’দত হুসাইন এর সভাপতিত্বে সমিতি’র ফার্মগেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির আজীবন, সাধারণ, সহযোগী ও প্রাতিষ্ঠানিক সদস্যগণকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়। প্রকাশনা অনুষ্ঠান চলাকালীন সদস্যদের মাঝে প্রকাশিত জার্নালটি ৩৩% হ্রাসকৃত মূল্যে বিক্রয় করা হয়। জার্নালটিতে ১৩ জন লেখকের মোট ৭টি প্রবন্ধ স্থায় পায়। প্রকাশনা অনুষ্ঠানে নির্ধারিত লেখকদের মধ্যেআলোচনায় অংশ নেন ড.সা’দত হুসাইন, ড.এম আসলাম আলম,জনাব মুহাম্মদ আব্দুল কুদ্দুস এবং বেগম তাহামিন বানু। নির্ধারিত বিষয়ের উপরে আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন জনাব এম খায়রুল কবীর,বেগম সালেহা বেগম , জনাব এ কে এম আব্দুল আউয়াল মজুমদার, জনাব মুহাম্মদ রিয়াজুল ইসলাম, জনাব মুহাম্মদ আল মাসউক , বেগম নীলুফার বেগম এবং জনাব মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।