এমডিসা কর্তৃক আয়োজিত কলম্বো, শ্রীলংকায় অনুষ্ঠিত Regional Management Conference 2016-তে ড. সা’দত হুসাইন ও জনাব মোশারফ হোসেন এর অংশগ্রহণ
Association of Management Development Institutions in South Asia (AMDISA) কর্তৃক আয়োজিত গত ২৫-২৬ জুলাই ২০১৬ তারিখে কলম্বো, শ্রীলংকায় অনুষ্ঠিত Regional Conference on “Management Development through International Networking and Collaborations” organized by the Institute of Certified Professional Managers (CPM) and the Post Graduate Institute of Management (PIM), Colombo, Sri Lanka তে বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি’র (বিএসটিডি) সভাপতি ড. সা’দত হুসাইন এবং সহ-সভাপতি (প্রশাসন) জনাব মোশারফ হোসেন অংশগ্রহণ করেন। সম্মেলন থেকে স্বল্প মেয়াদী সেমিনার আয়োজন ও ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে। যা ড. সা’দত হুসাইন কলম্বো শিক্ষা নামে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ০৩/০৯/২০১৬ তারিখে প্রকাশিত হয়েছে। সম্মেলনে যোগদানের জন্য গত ২৪-০৭-২০১৬ তারিখে কলম্বো, শ্রীলংকার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন এবং সম্মেলন শেষে ২৮/০৭/২০১৬ তারিখে তাঁরা দেশে প্রত্যাবর্তন করেন।