১.সম্মেলন ও অংশগ্রহণকারীগণঃ অগউওঝঅ যৌথভাবে ঝওগঝজ (সুমাইয়া ইন্স্টিটিউট অব ম্যানেজম্যান্ট স্টাডিজ এন্ড রিচার্স) এবং আরো কিছু সংগঠনের উদ্যোগে গত ৩রা এবং ৪ঠা ফেব্রুয়ারী তারিখে ভারতের মুম্বাই নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত ঝওগঝজ (১৯৫৯ সনে  প্রতিষ্ঠিত) এর আন্তর্জাতিক কনভেশন সেন্টারে মানব উন্নয়ন বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। অগউওঝঅ কর্তৃক আমন্ত্রিত হয়ে বিএসটিডি এর নি¤œলিখিত দুজন প্রতিনিধিকে মনোনয়ন প্রদান করে:

১.    জনাব মুহাঃ আবদুল কুদ্দুস্, সহ-সভাপতি, বিএসটিডি এবং প্রাক্তন মহাপরিচালক, বার্ড, কুমিল্লা এবং শাখা প্রধান, বিশ্ব খাদ্য কর্মসূচী (টঘ-ডঋচ).
২.    জনাব এ.কে.এম. ইলিয়াস হোসেন, সদস্য কার্য নির্বাহী পরিষদ, বিএসটিডি এবং প্রাক্তন পরিচালক, বিআইএ।

এই অংশগ্রহণকারীদয় সম্মেলনে যোগদান করার প্রয়োজনে ২রা ফেব্রুয়ারী ২০১৭ তারিখে বিমানযোগে মুম্বাই পৌঁছান এবং ০৫ ফেব্রুয়ারী ২০১৭ তারিখ বিকালে কলকাতা হয়ে বিমানযোগে ঢাকায় ফিরে আসেন।

২.সম্মেলনের কার্যক্রমঃ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঝওগঝজ এর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, সেমিনার হল, কর্মশালা কক্ষ ও অন্যান্য সুবিধাদি ব্যবহার করে।  এই প্রাচীন বিদ্যাপীঠে শিশু শ্রেণী থেকে পিএইচডি ডিগ্রী পর্যন্ত বিভিন্ন বিষয়, যেমন ব্যবস্থাপনা, প্রকৌশল, সমাজ বিজ্ঞান এবং ভকেশনাল বিষয়াদিতে প্রায় ৮,০০০ ছাত্র ছাত্রী আবাসিক ছাত্র হিসেবে ধর্ম নিরপেক্ষতা ও আরোও কিছু সুনির্দিষ্ট আদর্শ এবং নৈতিকতা লালনপূর্বক বিদ্যা অর্জন করে। অত্র আন্তর্জাতিক সম্মেলনে যে সব বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারী যোগদান করেন তাদের আবাসস্থল হলো যুক্তরাষ্ট্র (বিশেষ করে প্রফেসর ড. ক্রিস্টিন জে. টারডিপ, আরকানসাস্ বিশ্ববিদ্যালয়), শ্রীলংকা (অগউওঝঅ ঈযধরৎ  প্রফেসর লক্ষণ আর, ওয়াতাওয়ালা), বাংলাদেশের বিএসটিডি এর প্রতিনিধিবৃন্দ, মালদ্বীপের অংশগ্রহণকারীবৃন্দ, ভারতের ত্রিপুরা রাজ্য, মুম্বাই, দিল্লী, আসাম, চেন্নাই ও অন্যান্য রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরবৃন্দ, ঝওগঝজ এর পোষ্ট গ্রাজুয়েট পর্যায়ে অধ্যয়ণরত ছাত্র এবং পিএইচডি ফেলোবৃন্দ। সম্মেলনের মধ্যে ছিল মানব সম্পদ সম্পর্কীত বিভিন্ন বিষয়ে গবেষণা পত্র, কেইস স্টাডি, দলীয় আলোচনা ইত্যাদি। নিরানব্বই একর এলাকায় বিস্তৃত প্রতিষ্ঠানটির জিমনাসিয়াম, যোগ ব্যায়াম, গ্রন্থাগার, ক্রীড়া কেন্দ্র, দূর শিক্ষণ কেন্দ্র, অডিও ভিসুয়াল কেন্দ্র সমূহ, সম্মেলনের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত ছিল।

৩.সম্মেলন ব্যবস্থাপনা/পরিচালনাঃ সম্মেলনের পরিচালক প্রফেসর ড. প্রীতি এস. রাওয়াত এর নেতৃত্বে গঠিত সম্মেলন ব্যবস্থাপনা কমিটি ছিল খুবই অমায়িক, দক্ষ ও চৌকষ। সম্মেলনে উপস্থাপিত সকল উপস্থাপনা সম্বলিত একটি সুদৃশ্য পুস্তক সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রত্যেক অংশগ্রহণকারীকে প্রদান করা হয়। প্রত্যেক অংশগ্রহণকারী ও ফেসিলিটেটরকে অংশগ্রহণের জন্য একটি সনদ প্রদান করা হয়।