অর্ধ-বার্ষিক সেমিনার/কলোকিয়াম-২০১৭


বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক আয়োজিত অর্ধ-বার্ষিক সেমিনার ২০১৭ সমিতির নিজস্ব সেমিনারকক্ষে ২৬ আগস্ট ২০১৭ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সহ-সভাপতি জনাব এম জানিবুল হক। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব এম খায়রুল কবীর, মহাসচিব, বিএসটিডি। সেমিনারে “Building Organizations of Tomorrow with High Technology base” শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন বিএসটিডি’র সহ-সভাপতি জনাব মুহাঃ আবদুল কুদ্দুস এবং “Leadership, Impact on Human Resources Development” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিডি’র যুগ্নমহাসচিব আলহাজ্ব বিলকিস বেগম। স্বাগত ভাষণে সেমিনারের সভাপতি বলেন, আজ আমরা সত্যিকার অর্থে একটি নতুন বিষয়ের ওপর অর্ধ-বার্ষিক সেমিনার করতে যাচ্ছি। তা ছাড়া সেমিনারে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি যা, সেমিনারকে আরো গতিশীল করবে বলে আমার বিশ্বাস। গতানুগতিক প্রশিক্ষণের সাথে সাথে নতুন কিছু করাও আমাদের প্রয়োজন। সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিবন্ধ উপস্থাপনের জন্য জনাব মুহাঃ আবদুল কুদ্দুস ও আলহাজ্ব বিলকিস বেগমকে আহবান করেন। জনাব মুহাঃ আবদুল কুদ্দুস নিবন্ধ উপস্থাপনের শুরুতে সকলকে ধন্যবাদ জানিয়ে নিবন্ধটির ওপর বিশদভাবে আলোচনা করেন। আলহাজ্ব বিলকিস বেগম নিবন্ধ উপস্থাপনের পূর্বে  সকলকে ধন্যবাদ দিয়ে নিবন্ধটি উপস্থাপন করেন।  প্রবন্ধ পাঠ ও আলোচনা শেষে সেমিনারের জনাব সভাপতি এম জানিবুল হক অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। উন্মুুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিএসটিডি’র নির্বাহী  কমিটির সদস্য জনাব এ কে এম ইলিয়াছ হোসেন ও আলহাজ্ব লতিফ মিঞা প্রমূখ। প্রশ্নত্তোর শেষে সেমিনারের সভাপতি মহোদয় জনাব মুহাঃ আবদুল কুদ্দুস ও আলহাজ্ব বিলকিস বেগমকে এ ধরনের নিবন্ধ প্রস্তুত ও উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।