বিএসটিডি কর্তৃক পরিচালিত  ২২তম Protocol Formalities and Articulation প্রশিক্ষণ কোর্সে  কর্মকর্তা মনোনয়ন প্রদান 

 

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এর ব্যবস্থাপনায় ২২তম “প্রটোকল ফরমালিটিজ এ্যান্ড আর্টিকুলেশন” কোর্স  ১৬-২০ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত (৫দিনব্যাপী) বিএসটিডি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে আর্টিকুলেশন এর কলা-কৌশল, রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান (ঈবৎবসড়হু), আনুষ্ঠানিক সভা পরিচালনা ও এতে অংশগ্রহণের নিয়ম কানুন, আনুষ্ঠানিক ভোজ সভার নিয়মনীতি, নিগোসিয়েশনের আনুষ্ঠানিকতা, সেমিনার/কর্মশালা পরিচালনা, মিডিয়ায় সম্মুখে তথ্য উপস্থাপনা ও সংযোগের কৌশল,পারিবারিক ও সামাজিক পর্যায়ের অনুষ্ঠান আয়োজন, পতাকা উত্তোলন এবং হাউজগার্ড পরিচালনার কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ কোর্সটি আগামী ১৬-২০ সেপ্টেম্বর ২০১৮ সময়কালে বিএসটিডির কার্যালয়- ১৪ ক, সেন্টার পয়েন্ট কনকর্ড (লেভেল-১২), ফার্মগেইট, ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী ০৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখের মধ্যে কর্মকর্তা মনোনয়ন প্রদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান/সংস্থা প্রধানকে অনুরোধ করা হলো।

 

(মুহাম্মদ জিল্লুর রহমান)
কোর্স পরিচালক ও
নির্বাহী কর্মকর্তা
বিএসটিডি