বিএসটিডির “প্রশিক্ষণ জার্নাল” (ভলিউম ২৬ নং ১) এর প্রকাশনা উৎসব

 

বাংলাদশ প্রশিক্ষণ ও উনয়ন সমিতি (বিএসটিডি) কর্তক প্রকাশিত ষান্মাসিক জার্নাল প্রশিক্ষণ ভলিউম ২৬ নং ১ (জানুয়ারী-জুন ২০১৮) এর প্রকাশনা উৎসব ০২ সপ্টম্বর, ২০১৮ রবিবার বিএসটিডি’র গবষণা ও পরীক্ষণ কদ্র (ব্রকট্), বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। জার্নালটির মাড়ক উন্মচন করন ড. সা’দত হুসাইন, সভাপতি বিএসটিডি এবং সাবক ম¿িপরিষদ সচিব, বাংলাদশ সরকার। সভাপতি তাঁর বক্তব্য বলন য, এ জার্নালটি বিএসটিডি নিয়মিত ভাব নির্দিষ্ট সময়র মধ্য বছর দু’বার প্রকাশ কর। এটি একটি রিভিউড (পর্যালাচিত) জার্নাল। পর্যালাচকদর অভিমতর ভিত্তিত প্রবন্ধসমূহ যাচাই করা হয়। বর্তমান জার্নালটি ৫১তম এবং এ জার্নাল প্রশিক্ষণ ও উনয়নর বিভিন বিষয় আলাকপাত করা হয়ছ। এ জার্নালটিত উনয়ন বিষয়ক বিভিন শাখা, যথা-ব্যব¯াপনা, পল্লী উনয়ন, স্বা¯্য ও অর্থনীতি বিষয়ক নিবন্ধ রয়ছ। জাতীয় পর্যায় সক্রিয় গবষকদর নিবন্ধসমূহ এত ¯ান পয়ছ। অনুষ্ঠানটি পরিচালনা করন ব্রকট্ এর রিসার্চ কনসাল্টট বগম তাহামিন বানু। অনুষ্ঠান নিবন্ধর রচয়িতাগণ তাঁদর নিবন্ধর সার সংক্ষপ উপ¯াপন করন। এ অনুষ্ঠান বিএসটিডি’র সদস্যবদ এবং আম¿িত সুধীবদ উপ¯িত ছিলন।