অর্ধ-বার্ষিক সেমিনার/কলোকিয়াম-২০১৮

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) কর্তৃক আয়োজিত অর্ধ-বার্ষিক সেমিনার ২০১৮ সমিতির নিজস্ব সেমিনারকক্ষে ০৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিএসটিডি’র সহ-সভাপতি জনাব মুহাঃ আবদুল কুদ্দুস। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জনাব এম খায়রুল কবীর, মহাসচিব, বিএসটিডি।বিগত ২০-২২ মার্চ ২০১৮ দুবাইয়ে অনুষ্ঠিত সেমিনারে উপস্থাপিত বিষয় "The Future is Today Creating Happiness at Workplace “” শীর্ষক নিবন্ধের উপর উক্ত সেমিনারে অংশগ্রহনকারী বিএসটিডি’র কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম সালেহা বেগম ও বেগম নিলুফার আহমেদ করিম উপস্থাপন করেন। স্বাগত ভাষণে সেমিনারের সভাপতি মহোদয় বলেন, আজ আমরা একটি নতুন বিষয়ের ওপর অর্ধ-বার্ষিক সেমিনার করতে যাচ্ছি। সেমিনারে আগত সকল সদস্যদের স্বাগত জানিয়ে নতুন যে সদস্যগন সেমিনারে যোগদান করছেন তাদের উপস্থিতি সেমিনারকে আরো গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন। গতানুগতিক প্রশিক্ষণের সাথে সাথে নতুন কিছু করাও আমাদের প্রয়োজন বলে উল্লেখ করে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে নিবন্ধ উপস্থাপনের জন্য উপস্থাপকবৃন্দকে আহ্বান করেন। বেগম সালেহা বেগম নিবন্ধ উপস্থাপনের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে নিবন্ধটির মূল উপপাদ্য ব্যাখা করে বলেন ’কর্মস্থলে সুখী ও আনন্দে থাকা’ বিষয়টি বর্তমান বিশ্বে নতুন ’কনসেপ্ট’ হিসাবে সমাদৃত হয়ে উঠেছে। সারা বিশ্বে এ বিষয়ে ইতিমধ্যে প্রচুর গবেষনা কার্য পরিচালিত হচ্ছে। দুবাইয়ে অনুষ্ঠিত উক্ত সেমিনারে বেশ কয়জন গবেষক তাদের গবেষনার ফলাফল উপস্থাপন করেন। তাঁরা দেখেছেন, কর্মস্থলে সুখী ও আনন্দে থাকলে সহকর্মীদের মধ্যে সুসম্পর্ক বিরাজ করে, একে অন্যকে সাহায্য করেন, কর্মস্থলকে তারা নিজেদের সংস্থা বলে মনে করেন আন্তরিকতার সাথে সকলে কাজ করেন বলে এতে উৎপাদনশীলতা প্রচুর পরিমানে বেড়ে উঠে। সংস্থার প্রধানের ও দেশ পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এ কাজে সহায়ক ভুমিকা পালন করতে পারেন। বেগম নিলুফার আহমেদ করিম তাঁর বক্তবে এ বিষয়ে কাজ করার জন্য ইতিবাচক দৃষ্টি ভঙ্গী, শারিরীক সুস্থতা, ব্যক্তিগত সমস্যায় প্রতিষ্ঠানের সহযোগীতার উপর গুরুত্ব আরোপ করেন। প্রবন্ধ পাঠ ও আলোচনা শেষে সেমিনারের সভাপতি জনাব মুহাঃ আবদুল কুদ্দুস অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণকে আলোচনায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। উন্মুুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিএসটিডি’র কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব বিলকিস বেগম, বেগম নুরুন নেসা বেগম, আলহাজ্ব লতিফ মিঞা এবং বিএসটিডি’র সদস্য ড. মামুনুর রশিদ, জনাব মাইন উদ্দিন, জনাব মোঃ মশিয়র রহমান, জনাব সন্তোষ কুমার সরকার, জনাব মোঃ আনিসুর রহমান, একেএম আসাদুজ্জামান প্রমূখ। প্রশ্নত্তোর শেষে সেমিনারের সভাপতি বেগম সালেহা বেগম ও বেগম নিলুফার আহমেদ করিমকে এ ধরনের নিবন্ধ প্রস্তুত ও উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।