শোক বার্তা

ড. সা’দত হুসাইন
(জন্ম - ২৪ নভেম্বর ১৯৪৬ এবং মৃত্যু ২২ এপ্রিল ২০২০)

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি)’র সাবেক সভাপতি, বিএসটিডি’র অন্যতম প্রতিষ্ঠাতা এবং সমিতির আজীবন সদস্য আমাদের সবার প্রিয় ও শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ড. সা’দত হুসাইন গত ২২ এপ্রিল ২০২০, বুধবার রাত আনুমানিক ১০:৩০ মিনিটে ৭৩ বছর বয়সে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএসটিডি পরিবার গভীরভাবে শোকাহত। পরম করুণাময় আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। বিএসটিডি প্রতিষ্ঠা ও এর উন্নয়নে তাঁর ভূমিকা অপরিসীম। তিনি বিএসটিডি’র প্রতিষ্ঠালগè থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং সমিতির সার্বিক উন্নয়নে পরামর্শ ও দিক-নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশের প্রশিক্ষণ সেক্টরের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নে ড. সা’দত হুসাইন এর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া তিনি একজন লেখক হিসেবে এবং টেলিভিশন ‘টক শো’র একজন অংশগহ্রণকারী হিসেবে সকল মহলে সুপরিচিত ছিলেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্ত্রী বেগম শাহানা চৌধুরী গত ১২ মে ২০২০, মঙ্গলবার রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ঢাকাস্থ ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতেও বিএসটিডি পরিবার গভীরভাবে শোকাহত। আমরা বিএসটিডি’র পক্ষ থেকে তাঁদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আলাøহ তাঁদেরকে এই অপূরণীয় ক্ষতি ও কষ্ট সহ্য করার শক্তি দিন। আমীন।