" ইন্টার্নশীপ কোর্স ব্যবস্থাপনা’’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত "

 

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি)’র ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে পরিচালিত “Developing a Structured Internship Program in Bangladesh - 2nd Phase” শীর্ষক গবেষণা প্রকল্পের সেমিনার গত ৭ নভেম্বর ২০২০, শনিবার বেলা ১১:০০ টায় ফ্ল্যামবী রেষ্টুরেন্ট, বাড়ী নং-৬, রোড নং- ৫০, গুলশান-২, ঢাকায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিএসটিডি’র নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ জিল্লুর রহমান। সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোরশেদ মিল্লাত, মহাব্যবস্থাপক (এসএফডি), বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি)’র সভাপতি জনাব এম জানিবুল হক। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির আজীবন সদস্য বেগম নুরুন নেসা বেগম। স্বাগত বক্তব্য দেন সমিতির মহাসচিব জনাব এম খায়রুল কবীর। প্রকল্প দলনেতা বেগম তাহামিন বানু গবেষণা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও ফাইন্ডিংস উপস্থাপন করেন। উপস্থাপিত ফাইন্ডিংস এর ওপর আলোচনায় অংশগ্রহণ করেন সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আফজাল করীম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক জনাব অমিত চক্রবর্তী, আলহাজ্ব বিলকিস বেগম, ড.আবুল হোসেন, বেগম সালেহা বেগম, সাবেক রাষ্ট্রদূত জনাব সাহেদ আকতার, জনাব হাসান সারওয়ার,আলহাজ¦ আব্দুল লতিফ মিঞা, জনাব এস এম ইব্রাহিম হোসাইন, জনাব মিফতা নাঈম হুদা, জনাব সাইফুল আলম, ড.কামাল উদ্দীন জসীম এবং মঞ্জুরুল আলম পান্না প্রমুখ।