”সিলেক্টেড আর্টিকেল্স অব বিএসটিডি জার্নাল” সংকলনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত 

সিলেক্টেটেড আর্টিকেল্স এর সংকলনের মোড়ক উন্মোচন করছেন বিএসটিডি’র সভাপতি জনাব এম জানিবুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ 

বাংলাদেশ প্রশিক্ষণ উন্নয়ন সমিতি কর্তৃক প্রকাশিত সিলেক্টেটেড আর্টিকেল্স এর সংকলনের মোড়ক উন্মোচন উপলক্ষে গত ১৯ মার্চ ২০২২ তারিখ দুপুর ১২:৩০ টায় বিএসটিডি’র সভাকক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিএসটিডি’র নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ জিল্লুর রহমান। বিএসটিডি’র সভাপতি জনাব এম জানিবুল হক এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ সংকলনটির মোড়ক উন্মোচন করেন। উদ্ধোধনী বক্তব্যে সভার সভাপতি মহোদয় বলেন বিএসটিডি কর্তৃক ১৯৯৫-২০১৮ সাল পর্যন্ত প্রকাশিত প্রশিক্ষণ জার্নাল এর আর্টিকেলের মধ্যে হতে ৩৩টি আর্টিকেল চুড়ান্তভাবে বাছাই করে ৩৩৮ পৃষ্ঠার একটি বই সংকলন আকারে প্রকাশ করা হয়েছে।

এ সংকলনটি সম্পাদনা করেছেন বিএসটিডি’র সম্পাদনা পরিষদের অন্যতম সদস্য এবং বিএসটিডি’র সাধারণ সদস্য ড. মুহাম্মদ সোলাইমান। সংকলনটি প্রকাশে সার্বিক কাজে কো-অডিনেটর এর দায়িত্ব পালন করেছেন বিএসটিডি’র মহাসচিব জনাব এম খায়রুল কবীর। প্রকাশনা উৎসবে বক্তব্য রাখেন যথাক্রমে প্রফেসর ড, নাজমুল আহসান কলিমউল্লাহ, ড, সৈয়দ নকীব মুসলিম, ফয়েজ আহমেদ ভুইয়া, আলহাজ্ব বিলকিস বেগম, আলহাজ্ব আবদুল লতিফ মিঞা, জনাব হাসান সরোয়ার, বেগম তাহামিন বানু, জনাব মাঈন উদ্দিন এবং ড. কামাল উদ্দিন জসীম প্রমুখ। বক্তাগণ বলেন এটি বিএসটিডি’র জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। এ গুরুত্বপূর্ণ সংকলন প্রকাশ করায় বিএসটিডি’র সাবেক সভাপতি মরহুম ড. সা’দত হুসাইনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান সভাপতি জনাব এম জানিবুল হকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবান দেন। অনুষ্ঠানের সভাপতি জনাব জানিবুল হক সংকলন প্রকাশে উদ্যোগ নেয়ার জন্য বিএসটিডি’র সাবেক সভাপতি এবং মন্ত্রিপরিষদ সচিব মরহুম ড. সা’দত হুসাইনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং অনুষ্ঠানের শুরুতে তাঁর রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভাপতি মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।