২৫তম প্রটোকল ফর্মালিটিস এন্ড আর্টিকুলেশন কোর্স অনুষ্ঠিত

প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করছেন প্রধান অতিথি জনাব এম এম রেজা 

বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) এর ব্যবস্থাপনায় ২৫তম “প্রটোকল ফরমালিটিজ এ্যান্ড আর্টিকুলেশন” কোর্সটি ১২-১৬ জুন ২০২২ পর্যন্ত (৫দিনব্যাপী) বিএসটিডি’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে মোট ১১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ১৬ জুন  ২০২২ তারিখে কোর্সটির সমাপনী অনুষ্ঠান ফ্ল্যাম্বি রেস্টুরেন্ট, গুলশান, ঢাকায় অনুষ্ঠিত হয়। কোর্সটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন জনাব এম.এম. রেজা (সাবেক সিএসপি), সাবেক সচিব, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিএসপি ও বিএসটিডি’র প্রেসিডেন্ট জনাব এম জানিবুল হক। অনুষ্ঠানে কোর্স প্রতিবেদন উপস্থাপন করেন কোর্স পরিচালক ও বিএসটিডি’র নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ জিল্লুর রহমান এবং কোর্সের ফলাফল ও মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন সহকারী কোর্স উপদেষ্টা ও নির্বাহী সদস্য বেগম তাহামিন বানু। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণের পক্ষ হতে বক্তব্য রাখেন জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার জনাব মোঃ রাসেল। উপস্থাপনায় ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের সহকারী ব্যবস্থাপক জনাব মোঃ মবিন আহমেদ। নৈশ  ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।